ফুটে ফুল বসন্তে
ধরা করে আলো,
নির্যাসে ভরে মন
দূর হবে কালো ।
জীবন  রঙিন হবে,
মনোহর দিনে
সুখের ভেলায় বসে
নিতে হবে চিনে ।
ফুটে ফুল বসন্তে,
কি যে সমাহার
জীবনে আলো হাসি
তা বড় উপহার।
মাঠ ভরা শস্যে
ফুল দেখে চাষী,
মুগ্ধ হৃদয় বলে
কত ভালবাসি।
ফুটে ফুল বসন্তে
শোভা মনোহর,
লাবণ্যে ভরে যাক
জীবন প্রহর।