আমাকে যেতে হবে ঐ দেশে
যেখানে আছে আমার মায়ের মমতা আর মাটির গ্রাণ
আমাকে যেতে হবে ঐ গরিব দুঃখী মানুষের পাশে
যারা বৃষ্টিতে ভিজে রুদে পুড়ে
সোনার ফসল ফলায় যেতে হবে তাদের পাশে.
আমকে যেতে হবে ঐ সোনালি সফলি মাঠ
দেখতে? যেখানে পড়ে আছে আমার ছোট্রবেলার সৃস্তি
আমাকে যেতে হবে ঐ পুকুরের পাশে
যেখানে বন্দুরা মিলে ডিল ছুরাছুরি করতাম
আমাকে যেতে হবে ঐ গ্রামে .
যেখানে পাখিরা গান গায় মধুর সুরে
তাই আমাকে যেতে হবে ঐ গ্রামে ।