''কিছু কিছু সময় যা স্মৃতিময়,
      এবং ভুলে থাকার নয়-


''কেননা মানুষের জীবনটা ক্ষণিকের'
ক্ষণিকের সময়টাকে ঘিরে রয়েছে-
         অনেক স্মৃতি''


   ''স্মরণীয়  সে সময়গুলো-
     সেটা ভুলে থাকা দায়'


  ''আবার কিছু কিছু প্রদর্শণী-
  মনে করিয়ে দেয় স্মরণীয়,
       সেই মুহূর্তগুলো''  


''মনে লুকিয়ে থাকা সেই দুঃখ কষ্ট-
     অনবরত জীবন-যাপন,
      কেউ কি হবে আপন''


     ''এ জীবন সংসারে-
   বিষণ্ণতা অনুপ্রেরনা নিয়ে
          আছি বেঁচে''


     ''শত বেদনা নিয়েও-
       আছি একটু হেসে''


     ''কিছু দিন,কিছু সময়
    কিছু আশা,কিছু প্রতিক্ষা''


    ''সারাজীবনের বেদনার,
         সঙ্গী হয়ে থাকে-
এটাই বেশি আঁকড়ে ধরে রাখে''


''দুয়ার কি খোলা নেই পরিপূর্ণতার-
         স্বাদ কি জাগেনা,
একটু আলোর মাঝে বেঁচে থাকার''


     ''আলো আধারির বেলা-
        থাকি বসে একলা''


     '''এই স্মৃতি,এই স্মৃতি
        একটা সময় হয়-
         জীবনটার ইতি'''