বিজয়ের হয়ে গেল
বছর পঁয়তাল্লিশ,
সমাজে  এখনো ভাঁসিয়া বেড়ায়
বেইনসাফের বিষ !!


কিসের জন্য প্রাণ দিল
লক্ষ তরুণ প্রাণ?
কিসের জন্য গাইলাম মোরা
স্বাধীনতার গান?


অত্যাচার-অবিচার কি সব
খতম হয়ে গেছে?
সাম্যতা আর গণতন্ত্র
প্রতিষ্ঠিত  কি হয়েছে??


উঁচু তলার মানুষ আজও
গরিবকে করে শোষন,
জাত-পাত আর টাকার বড়াই
আজ ও যেন ফ্যাশন।


কোথায় আজ  সামাজিকতা?
কোথায়  সুশাসন?
কোথায় শ্রমের মর্যাদা আজ?
সবই প্রহসন।


টাকার কাছে জিম্মি মোদের
আইন, ন্যায় বিচার,
মেধা আর সম্পদ সব
হয়ে যায় পাচার।


এক নদী রক্ত পেরিয়ে
স্বাধীনিতা পেয়েছিলাম,
পঁয়তাল্লিশ বছর পরে এসে
সুফল কি তার পেলাম??


মাদক , দূর্নীতি, বেকারত্ব
আরো কত রোগ,
বাংলাদেশকে আজ ও কেন
গিলে খাচ্ছে খুব??


ধর্ম হারিয়ে মানুষ যেন
পশু হয়ে গেছে,
"মানুষ মানুষের জন্য" আজ
ভুলতে বসেছে।


পাক হানাদার চলে গেছে
যায়নি মনের রোগ,
মানুষ শুধু চাইছে আজ-
বিলাসিতা-ভোগ।


স্বাধীনতার সুফল যদি
পেতে সবাই চাও,
খোদার বানীর শিক্ষাকে
সবখানে ফলাও।।।।


16 december/ 2016