একবার চাল চুলোহীন মৃতপ্রায় দুটো বিষাক্ত সর্প-ছানাকে রাস্তা থেকে তুলে
উঠিয়ে বাঁচার মতো ব্যাবস্থা করে দিয়েছিলাম
তাই দেখে -------
আমার এক শুভাকাঙ্ক্ষী বলেছিল এসে একবার
হে প্রিয় একি করলে তুমি??????
এভাবে কেউ কি করে????
তোমার পরিচর্যায় দুধ কলা খেয়ে বেড়ে উঠে
তোমাকেই যে দংশীবে এসে ;


আমি তাকে বলেছিলাম হেঁসে
সাপের তো ধর্মই দংশন করা তাই বলে
ভয় পাবে মানবকূল???
আর খোদার বান্দার ধর্ম জীবে প্রেম করা ---


অবিশ্বাসী,  মুনাফিক জাহেল অসংখ্য
পৃথিবীতে করে সদর্প বিচরণ -------
তাই বলে কি এরা পায়না রবের দেয়া জীবন প্রবাহী অক্সিজেন?
অথবা সূর্য্য কি করে না এদের আলো দান?
সুপেয় মিষ্ঠ-জল এরাও তো পায় ----
আমি তো তা খোদা থেকেই শিখেছি।


গোখরো,  কেউটে দেখাক না তার রূপ
অবিশ্বাসীরা করুক না অবিশ্বাস
ইহকাল আর  অনন্ত জগতে ভালোর দাপট যে চিরস্থায়ী,
ওদের বিষের ক্রিয়া সে যে খুবই ক্ষণস্থায়ী।।
তাই তোমাকে বলব প্রিয়
এসো খোদার পথে।।
আরজেন্তাই -১৮/০৫/২০১৭