হে জন্মদাতা পিতা,
কি শিক্ষা দিয়ে চলে গেলে তোমার সন্তান দের
তোমার লাশ দাফনেও তাদের সময় নেই
যেন প্রবল অনীহা ,
এটা কি হবার কথা ছিল??


হয়তো তাদের জন্য দিন-রাত এক করে ফেলতে তুমি,
বুলেট ট্রেনের গতিতে হয়তো ছুটেছিলে পয়সার পেছনে --
নগরীর সবচেয়ে দামী জায়গায় বানিয়ে দিয়েছ
বিলাশ বহূল প্রাসাদোপম দালান ;
সব দিকেই ছিল এপল,  লম্বারগীনি,  মারসেডেজ বেঞ্জ এর ছড়াছড়ি --
সুইমিংপুল, টেনিস লন,  প্রশস্ত সবুজ আংগীনায় হয়তো বসাতে বারবেকিউর পারটি,  রাতের উন্মাত্তাল  পার্টিতে শুরার গ্লাস গুলো চিয়ার্স বলে টন করে বেজে উঠত,
মডেল,  প্রমোদ বালাদের  আনাগোনায়  রাতগুলো হয়তো ঝল-মল করে উঠত /
মধ্যবিত্ত চার- পাঁচটা পরিবারের মাসের খরচের সমান
তোমার সন্তান দের এক দিনের হাত খরছ ,  
অহ ; অর্থের কি সুন্দর!  ব্যাবহার ;


অথচ -----
এই সন্তান তো তোমার জানাযা পড়ানোর কথা ছিল ;
আতর -লোবানে সফেদ কাপড়ে সাজিয়ে শেষ বিদায় দেয়ার কথা ছিল

"রাব্বীর হামহুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা "
পড়ে অশ্রু-শিক্ত নয়নে করার কথা ছিল মুনাজাত
প্রভুর দরবারে ;


আজ, বেওয়ারিশ লাশের মতো দাফন করছে কোন আঞ্জুমানে মফিদুল ইসলাম  ---


রাসুলের শিক্ষাকে পাশ কাটিয়ে মাটেরিয়ালিশটিক পাশ্চাত্য সংস্কৃতি  শিক্ষা দিলে এটাই ঘটতেই থাকবে
জন্ম নিবে শত শত শাফাত আর ঐশীরা ;


অহে অনাগত দিনের বাবারা
সাবধান কি হবে না ?????????