এক অবিশ্বাসী প্রশ্ন যাচিল
এক বিকেলে এসে
সবকিছুর যদি স্রষ্টা থাকে
আল্লাহকে বানালো  কিসে ?


আমি সহাস্যে কহিলাম, ,
ইহা মিথ্যা কথা ভাই,
সকল সৃষ্টের স্রষ্টা আছে
খোদার স্রষ্টাতো নাই ;


আল্লাহ কারো সৃষ্ট নহেন
তিনি আদি-অনন্ত,
কেউ তাকে দেয়নি জন্ম
তিনি কারো পিতা নন তো ;


রবতো  হইবেন তিনি,
যাকে তন্দ্রা-ক্লান্তি করেনা গ্রাস,
না হবেন  কারো মুখাপেক্ষী
না মৃত্যু তাকে করিবে নাশ ;


তিনিই এক তিনিই একক,
নাই তার সমান কেউই
সাত আসমান -জমীন, সকল জগতের
একচ্ছত্র প্রভূ তিনিই ;


তিনিই রাহমান, তিনিই রাহীম
তিনিই চিরঞ্জীব,
তাহার মুখাপেক্ষী থাকিয়া
বাঁচে সকল সৃজিত  জীব ;


স্রষ্টার যদি স্রষ্টা থাকে
তিনি তো স্রষ্টা নহেন-
আল্লাহই মোদের একক  প্রভু
আর তো কেহ নহেন ;


তারি নামেতে সঁপিলে মন-প্রাণ
চলিলে প্রিয় রাসুলের পথে,
দুনিয়ায় তুমি পাইবে  শান্তি
রইবে চিরকাল জান্নাতে ।।।।