ঘোর তিমিরে ভূবন ডুবন্ত
গোটা অমানিশার রাত,
সমস্ত জীব যেনো নির্জীব ঘুমন্ত
অশুভ ছোঁয়ায় কুপোকাত।


সাইমুম ঝড় আর দানবের তান্ডব
মরু লু হাওয়ায় উদ্ভ্রান্ত,
হাঁপিয়ে উঠে নিখিল মানব
মানবতার খোঁজে শ্রান্ত-ক্লান্ত।


বিশ্ব মানবের হৃদয় জুড়ে
অগণিত বেদনায় করে হাহাকার,
উদ্ধারিতে মোদের মেদিনী 'পরে
আসবে কবে ত্রাতা-কান্ডার?


হঠাৎ সেইক্ষণে হিমেল সমীরণ
নেমে এলো স্বর্গ হতে,
নূরের স্পর্শে জাহিলিয়াত পলায়ন
বিশ্বত্রাতা মানব মর্তে।


শুষ্ক তরুতে প্রাণের সঞ্চার
ফুটলো অতুল সুগন্ধি ফুল,
বিশ্ব মানব পেলো ত্রাতা-কান্ডার
বিশ্ব রবের প্রিয় রাসুল।