ছোটবেলা থেকেই ছড়া-কবিতা টুকটাক লিখছি।
সেই কুড়ি শতকের শেষদশকের কথা। সপ্তম শ্রেণিতে পড়ছি সবে মাত্র। তবে এরই মধ্যে একখানি ছোট ডায়রি লেখালেখিতে পূর্ণ করে ফেলি। সে বছর পত্রিকায় আমার প্রথম কোনো কবিতা ছাপা হয়। হায় হায় আমার খুশি দেখে কে!
সেই নেশা আজো নাড়া দেয় তুমুলভাবে।
দিন কি রাত সময় অসময়ে হেয়ালি মনের তাড়নায় অনেকসময়
পরীক্ষার রাতেও এই আবেদন দমিয়ে রাখতে পারি নি!
এবার আসি মূলকথায়,
তবে দেশের বিখ্যাত কবিদের সংস্পর্শে আসার তেমন সুযোগ আমার হয় নি। হাতগোনা কয়েকজন বিখ্যাত কবির সঙ্গে দেখা করা কিংবা কথা বলার সুযোগ হয়েছে বিগত দিনগুলোতে।
কিন্তু কবিদের সাথে কথা বলা কিংবা তাদের সাথে দেখার করার আরেকটি নেশার পোঁকা মাথাত্থেকে নামে নি কভু।
সত্যিকথা বলতে, এখানে এতকবির সমাগম জানলে সদস্য পদটি অনেক আগেই দখলে নিতাম।
সবাই কবি! এযেন আমার স্বপ্নের ভুবন। নিয়মিত কবিদের আপডেটগুলো পড়ি। খুব ভালো লাগে। এই ভালা লাগা জিইয়ে থাক চিরকাল।
সবার জন্য শুভ কামনা.......