নিত্য ফজর ওয়াক্ত ভোরে
পাখি আকাশে ওড়ে ওড়ে,
আল্লাহু সুবহান আল্লাহু সুবহান
মধুর সুরে গান করে।।


ও ভোরের পাখি-
জাগাও বোঝি করে ডাকাডাকি।
গাফেলেরা যে বোঝে না হায়,
আলস্যে পড়ে তবু ঘুমায়!
করো মুনাজাত ওদের তরে
খোদার সিজদায় যেনো লুটিয়ে পড়ে।।
(পাখি আকাশে ওড়ে ওড়ে...)


ও ভোরের পাখি-
অপূর্ব প্রেমের ছবি আঁকি
আকাশে সাজাও যেনো নামাযের কাতার
দলে দলে হাজারে হাজার।
আমার এ মন যায় গো ভরে
এ ছবি যখনই চোখে পড়ে।।
(পাখি আকাশে ওড়ে ওড়ে...)