দীঘল রাত্রি শেষে প্রভাত আসে,
পুবাকাশে সোনালী সূরুজ হাসে,
আর ধীরে ধীরে রূপোলী কিরণ ছড়ায়;
তবু যে মোর কল্পনার আকাশ মেঘলাই থেকে যায়!


সহস্র পাপ-পঙ্কিলতার কালো মেঘ-
আকাশে ভেলা ভাসে- নেই গতি-বেগ।
আমি শঙ্কিত হই- পরিণাম ভেবে
রোজ মাহশারে খোদার সামনে দাঁড়াবো কীভাবে?
তখন আমার কী হবে উপায়?
আমি কি স্থান পাবো জান্নাতি ভেলায়??


অবশেষে আমি সহস্র শঙ্কা কাঠিয়ে
আশায় বুক বাধি- মোর প্রভু রাহমান।
এ হীন বান্দা তাঁরই অসীম কৃপায়
সেই কঠিনক্ষণে পাবো যে পরিত্রাণ।



[২১ জুলাই, ২০১৭। শুক্রবার।
সম্মান জামে মসজিদ, দক্ষিণ লংলা]