আমি আবার ফিরে যেতে চাই লুইস কোম্পানীর মাঠে
আবারো খেলতে চাই ডাংগুটি আর ক্রিকেট
ফুটবল নিয়ে পাড়ি দিতে চাই গণময়দানের গেট।


আর ডি এম এর দেওয়াল টপকে মধ্যদুপুরে
সাইকেল করে বিপুলের সাথে,
ঘুরে আসতে চাই বাউসী রেল লাইনের ধারে;
পড়ন্ত বিকেলে ইস্পাহানী মাঠে
ব্যাডমিন্টন খেলতে চাই প্রতিবেশী দিদির সাথে।


সেইসব রাতের মতো রোজ নয়টায়
মজে থাকতে চাই সাদাকালো টিভির পর্দায়
আলিফ-লায়লা আর সিনবাদের তরে,
নৌকায় করে পার হতে চাই ঝিনাইগাতীর পাড়
ফটকা ফুটিয়ে আলোকোজ্জ্বল করতে চাই-লালার মোড়ের উন্মুক্ত দ্বার।


ফিরে যেতে চাই প্রতিটি সকালে
মধ্যদুপুর, পড়ন্ত বিকেল, প্রতিটি সন্ধ্যাবেলায়;
আমি আবার ফিরে যেতে চাই
আমার রঙ্গিন কিশোরবেলায়।