একটি সাহসী কবিতা ,.
যার কথা ,
যার বাক্য ,
যার শব্দ ,
ছিল আগুনের মত উত্তপ্ত।
যে কবিতা জাগিয়েছে পুরো জাতিকে
একটি মহান কবিতা
হঠাৎ সে কবিতার শব্দরা ,
বিক্ষিপ্ত ভাবে ছরিয়েগেল
বাঙলার মানুষের বুকে,
বাংলাদেশের মানুষের মুখে।
বাংলাদেশের মানুষের প্রাণে।
বাংলাদেশের মানুষের জাগরনে।
একটি কবিতা ".
কিছু বাক্য ,
কিছু জ্বলন্ত শব্দ,
উল্কার মত ছুটে চলা ।
সূর্যের মত উত্তপ্ত সে কবিতা
চাঁদের মত সবার প্রিয় সে কথা ।
এবারের সংগ্রাম ,.
আমাদের মুক্তির সংগ্রাম।
অল্প সময়ের মাঝে,
সে কবিতা মানুষের দিলে আঘাত করল
মানুষের দিলকে করে দিল বিদ্রোহী
একটি কবিতা ,
সবার মুখের ভাষা হয়ে গেল।
একটি কবিতা ,
সবার প্রিয় কবিতা হয়ে গেল।
একটি কবিতা ,
বাচালো এই মায়ের আচল,
বাঙলা মায়ের আচল।
একটি কবিতা ,
মায়ের সন্তানদের করল সাহসী।
বুকে দিল বল,
অসীম পরিকল্পনা ,
যুদ্ধে যাওয়ার সাহস।
একটি কবিতা ,
স্বাধীনতা এনে দিলো,
একটি পতাকা এনে দিলো,
,
একটি মানচিত্র এনে দিলো,
বাচতে শিখালো মানুষকে,