সকালের মিঠে রোদ
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন


সকালের মিঠে রোদে ,
দেখেছি তোমাকে,


দেখেছি খোপাতে পেন্সিল ,
হাতে বেগ নিয়ে,
সহজ সরল তুমি হেটে চলেছ।


রাজকূমারীর মত না ।
তোমাকে প্রকৃতির কণ্যা মনে হচ্ছিল।


তোমার রূপ দেখে ।
হিংসা করে মরছিল এই হিংসুক প্রকৃতি।


তোমার কালো ঠোটে ,
সেই রাতের অন্ধকারের প্রেম খেলা করছিলো।
যে অন্ধকার কথা বলে নীরবে।


তোমার রূপ এ পৃথিবী কি বুঝতো?
তার কি আছে বুঝার অধিকার?
তার কি আছে জানা?
তুমি কে?


এই কলেজের অন্য মেয়েগুলো।
যারা সফেদ চামরার সুন্দরী।
তারা কি করে জানবে ?
সাদা হলেই সুন্দর হতে পারা যায় না ।


তুমি কি ?
তোমার কথা লিখেছে সাইবেরিয়ার কবি।
লিখেছে রোম সম্রাজ্যের যোদ্ধা কবি ।
পারস্যোর হাজার কবি তোমার গুণে মুগ্ধ।
তোমার ছবি আঁকতে,
পিকাসো তার তুলি ভেঙ্গেছিল হাজার বার।
তবু সে সফলতা পায়নি।



এ দুনিয়া কি করে জানবে ?
তোমার রহস্য কি ।
এরা তো মিথ্যার উপর বাচে।
বাস করে মিথ্যা আশার মাঝে।



এদের মনে তোমার কদর থাকুক না থাকুক
কবিরা জানে তুমি কে।
জীবনানন্দ দাশ তোমার কথা বলে গেছে বার বার
বলে গেছে তোমার রূপ,তার কবিতায়।


এই আমি তো কবি নই।
কি করে তোমার রূপের কদর করিবো।
কি করিবো বর্ণনা তোমার?