আমি মানুষ ,
দেবতা বা পশু নই।।
যারা সমাজবদ্ধ ভাবে বাস করে না
তারা হয় পশু না হয় দেবতা ।
আমি তো সমাজে বাস করি,
আমি সবার জন্য চিন্তা করি।
সবার জন্য কাজ করি।
আমি মানুষ ।
তাই আমি মানুষের সেবা করি ।
সামান্য কিছু টাকা নেই বিনিময়ে
যেমন ছাত্রদের পরীক্ষার আগের রাতে।
প্রশ্নপত্র দেই তাদের হাতে।
জে এস সি ,পি এস সি ,
এস এস সি আর বি সি এস কেডার।
বাদ যায় না প্রশ্ন কোন প্রকার।
মেডিকেলে ভর্তি হতে চায় যারা ।
উপকৃত হয় আমার উপকার দ্বারা ।
আমি তাদের ভালবাসা করি বিতরন।
সামান্য কিছু টাকা করি গ্রহন
প্রশ্ন প্রকাশের দ্বারা।
উপকৃত হয় তাদের সন্তানরা।
আমিও যে মানুষ।
সমাজে সবার সাথে বাস করি ।
সবার বিপদে পাশে থাকি।
এতো কিছু করি ।
আমাকেও তো কিছু দেয় তারা ।
ভালবেসে কিছু টাকাই তো দেয়।
না নিলেও তো হয় না সামাজিকতা।
সামাজিকতা নষ্ট হবে যে।
সামাজিকতা বলে কথা ।
তাদের জন্য আছে আমার বুকে ব্যথা।
সারাদিন চিন্তা করি তাদের কথা।
তাদের সন্তানকে শিক্ষিত করবো।
দিয়েছি কথা।
শুধু কি শিক্ষিত করবো?
চাকরিও করতে দিবো।
বেকারত্ব থেকে মুক্তি দিবো।
শুধু একটু সম্মানী চাইছি।
চাইছি বললে ভুল হবে।
তারাই দেয় আমাকে।
খুব সম্মান করে তো আমাকে।
নিন্দুকেরা সম্মানীকে বলে ঘুস।
কেন এটা কি ঘুস?
এটা তো হাদিয়া ।
কেউ কেউ বলে এটা কালো টাকা।
টাকা কি কালো হয়?
আমি মানুষ।
আমি দেবতা নই পশু নই।
তাই উপকার করি ।
মানুষের জন্য কাজ করি।
এটা কি ভাল কাজ নয়?