মনে কি পড়ে??
পার্কে বসে বাদামের খোসা ছড়াতে।
কি বলেছিলে "
মনে তার ছায়া আছে কি??
আছে কি সেই সময়ের কোন স্মৃতি মনে??
ভুলে গেলে তো বলার কিছু নেই।।
স্বপ্নে কি আসে??
আসে কি হাড়িয়ে যাওয়া দিনগুলো??
হয়তো সেটা কোন ঐতিহাসিক জানবেন
জানবেন কোন ডালের অকেজো মরা কাঠ।
সে মাঠের ঘাসের হয়তো বা আছে মনে।
হয়তোবা পিপিলিকা টা তোমার কথা জানে।
বাদামের খোসা নিতে রোজ সে আসত।
আসত তোমার ওড়নার নিচে।
বাদামের খোসা গুলো।
যে মালি ঝাড়ুদিয়েছে '
সে হয়তো বা জানে তার খবর।
হয়তোবা সেই কফি সপের চেয়ার গুলো।
মনে রেখেছে তোমাকে "আমাকে।
কফির পেয়ালা টা '
তোমার ঠোটের ছোয়া ভুলেনি হয়তোবা।
আমার লাল শার্ট টাও তোমার স্পর্শে
আজ সে কবি হয়ে গেছে।।।
যে গাছের ছায়াতলে বসতে।
সে আজ সজীব হয়েছে '
তোমার স্পর্শে তার আবেগ আছে।
বার বার সে মনে করে তোমায়। ''
তোমার শাড়ীর আচলের স্পর্শ।
ভুলেনি সেই লতাগুলো।।
আজো বার বার কেঁদে ওঠে।
সেই মাঠের আকাশটা।।
বৃষ্টি ঝড়িয়ে কাঁদে।।
তোমার শূণ্যতা বুকে নিয়ে।।
সন্ধ্যার আকাশে ইষান কোনের তারাগুলো
তোমায় মনে রেখেছে আজো।
তোমার স্মৃতিকথা বার বার আকাশে আঁকে।।
তোমার কাহিনীরা আজ ইতিহাস।
ইতিহাসের বই টাও তোমার জন্য অশ্রু ঝড়ায়।।
তুমি যে স্বর্গ কুমারী '
তোমাকে ভুলে কি করে এ প্রকৃতি '
আমিও যে তোমার স্পর্শে পাগল।
মন আমার কবি হয়ে গেছে।।
কি করে ভুলবে
তা কি তুমি জানো?????
তোমার কথা কি তারা শুনবে '
তারা কি কখনো তোমায় ভুলবে??
দোকানের যে চায়ের পেয়ালাটা
তোমার স্পর্শে সেও আজ বিখ্যাত '
তোমার স্পর্শে সে আজ কবি।
সেই বেঞ্চিটাও তোমাকে কি করে ভুলে?
যেখানে তোমার শাড়ীর আচল রাখতে।