সাদা কালো দিন তোমায় বিহীন কাটেনা
একলা জীবন বিকেলের মন আর ভালো থাকেনা।
কি করে যাব তোমাকে পাব
জানি না তোমার ঠিকানা।।
সাঁঝের আলো লাগেনা ভালো আগের মতন
কবিতা লেখা তাঁরার দেখা একলা যখন।
মন খুঁজে যায় পথ পানে চায় আসবে আসবে কিনা
কিছুতে এখন আগের মতন মন বসে না।।
গল্প বলা একলা চলা ঘাসের পথে
ডাহুকের ডাক গৃহিণীর শাঁখ উজান মাঠে
চঞ্চলা মন কাঁদবে তখন কিছুতেই বাঁধা মানে না
কিছুতে এখন আগের মতন মন বসে না।।
বৃষ্টি এলে দৃষ্টি মেলে পাই না তোমায়
ঝাঁপটা হাওয়া নীরব চাওয়া কষ্টে ভাবায়
একলা তখন ছুটে যায় মন আনে অতীত খানা
কিছুতে এখন আগের মতন মন বসে না।।
ঘুমাতে গেলে বালিশ ঠেলে জল পড়ে যায়
অতীতের গান কাছে দেয় টান লজ্জা বাড়ায়
কি করে ফিরি অগ্নি গিরি জ্বলে করছে মানা
কিছুতে এখন আগের মতন মন বসে না।।