আকাশ ভরা জোছনা
বুকের ভেতর হাহাকার, বিশ্ব কাপানো ঝড়!
আর সেই ঝড়ে তছনছ হয়ে যায় আমার সবুজ গ্রাম,
আহ, কী ভীষণ যন্ত্রণা, কী গভীর বিষাদ
আমার ফালিফালি হৃদয়ের অম্বর কাপানো কান্না
পুরো শহর জুড়ে আজ রাতে প্লাবন নামায়,
সেই বন্যায় তোড়ে টুকরোটুকরো স্বপ্নেরা তলিয়ে যায়।
দুঃখরা এত ধারালো কেন?


জোছনা অসহ্য লাগে,
আমার শূন্যতা জমতে জমতে কালো মেঘ হয়ে ঢেকে দেয় ব্যাবহৃতা চাঁদটা কে,
"নোংরা চাঁদ, কি নির্লজ্জের মত আলো দিস,
জানিস না কান্নার রঙ কাউকে দেখাতে নেই?"


আমার ঝুলে থাকা অনুভূতি গুলো ভেঙে পড়ে আয়নার মত, দেয়াল থেকে খসে পড়ে ঘড়ি, পেন্ডুলাম।
নিজের জন্য করুণা হয়, হে আমার হৃদয়
এত ছোট্ট ভূমে কি করে এত কষ্ট জমাও?
সবই তো তোমার জানা তবু কেন এই শুশ্রূষাহীন যন্ত্রণা ভোগ? বুকের মাঝের এই তীব্র ব্যাথা সারবে কি কোনোদিন? আমার ধংস্তুপের ভেতর দাঁড়িয়ে নিজেকে আরেকবার দেখি।


আমার ভেতর শুধুই আমি একা, কী দুর্লভ একা!
নীল পাখী বুকের পাজড় ভেঙে তোমায় মুক্তি দিলাম...