অতঃপর আমি সেই পাপের কথা জেনেছি, যা তুমি নিজেকেও জানতে দিতে চাও না।
যেই পাপের কারণে তোমার কন্ঠস্বরের বৃষ্টিধারা আমি শুনতে পারছিনা ছাপান্ন হাজার দিন,
যার কারণে পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখে চোখ রাখা হয়না একযুগ,
তোমার ঢেউ খেলানো চুল, তোমার নরম গাল ছোয়া হয়না কত শতাব্দী!
যে পাপের কারণে পৃথিবীর সবচেয়ে উচ্ছল হাসি যা শুধু তোমার কাছেই আছে তা আমার দৃষ্টি সীমার বাইরে কত হাজার বছর!


আমি সেই পাপের কথা জেনেছি যা তুমি নিজেকেও জানতে দিতে চাওনা,
যেই পাপের কারণে আমার ভেতর নিঃস্তব্ধতা ব্যাতিত কোন শব্দ নেই
যার জন্য আমার চলার পথ গাঢ় অন্ধকার আর আমি বিদুৎ রেখা দেখে পথচলা অর্বাচীন,
আমি ভেঙে পড়া বুড়ো বট গাছ!
যে পাপের কারণে আমার একমাত্র অনুভূতি শূন্যতা আর সত্য প্রতীক্ষা!
আমি সেই পাপের কথা জেনেছি যা তুমি নিজের সত্ত্বা কে অবিশ্বাস করতে বলো,
যে পাপের জন্ম তোমার হৃদয়ে,
গর্হিত পাপ, তুমি আমাকে ভালোবাসো!!!