কত বড় সাহস
ঘাতক দালাল হইয়াও
কোন নেপথ্য শক্তির জোড়ে
গাড়িতে আবার পতাকা ওড়াইতে চাস।
ব্যাটা নির্লজ্জ বেজন্মা বেশরম বেহায়া
ব্যাটা রাজাকার আলবদর আল-সামস
ব্যাটা নাপাকস্তানের প্রেতাত্বা।
কত বড় সাহস
বেইশ্যার থুতুতে উৎপন্ন
নষ্ট আগাছার সহোদর হইয়াও
আসন্ন নির্বাচনে তুই ভোট চাস।
কত বড় সাহস
রক্তের দাগ এখনও শুকায়নি
অথচ শ্যালারা বুক ফুলিয়ে হাঁটিস
শহীদের রক্ত স্নাত বাংলার মাটিতে।
কত ব্ড় সাহস
তুই নাপাক মুখে জয় বাংলা শ্লোগান দিস
কার ইশারায় ?
ছদ্মবেশী মুখোশধারী
তুই ডিগবাজিতে বড্ড পাকা ।
কত বড় সাহস
তুই মুক্তি যুদ্ধের চেতনা ও
দেশপ্রেম নিয়ে কটাক্ষ করিস।
কত বড় সাহস
তুই আবার স্বপ্ন দেখিস
এম পি হবি মন্ত্রী হবি
গাড়িতে বাড়িতে পতাকা ওড়াবি।
আহা কি গণতান্ত্রিক ঔদার্য্য আমাদের ।
অনেক হয়েছে আর কত
নেরী কুত্তার মত লেজ গুটিয়ে ঘরের কোনে বসে থাক
নতুবা আমজনতার থাপ্পরে তোর মুখে একটা দাঁতও থাকবে না।
কোথায় পালাবিরে শুয়োরের বাচ্চা ?