ছিল.........................
এখানেই সাঁকো ছিল
পাঁয়ে হাঁটা পথ ছিল
বালিকা এক নদী ছিল
পারে যাওয়ার বেলা ছিল
সাদা কাশবন ছিল
দুরে তাল গাছ ছিল।
ছিল.......................
বাউলের গান ছিল
রাখালের বাঁশী ছিল
মাঠ ছিল ঘাট ছিল
মেলা ছিল খেলা ছিল
গন্জের হাট ছিল
সুখী জনপদ ছিল।
ছিল.......................
অনাবাদী জমি ছিল
ঝোপ ঝাড় বন ছিল
বিল ছিল ঝিল ছিল
জলা যার জাল ছিল
শাপলা শালুক ছিল
ঘরে ফেরার ভেলা ছিল।
ছিল.......................
বসন্তের দিন ছিল
শরতের মেঘ ছিল
শীতের সকাল ছিল
গ্রীষ্মের ফল ছিল
বর্ষার জল ছিল
হেমন্তের আকাল ছিল।
ছিল ছিল সবই ছিল
অপেক্ষার দিন ছিল
কেউ আসার কথা ছিল।