যাবে ?
ঐ তো যায় দেখা
মেঠো পথের শেষ মাথা
রোদ মাখা তাল পুকুর।
তার অদূরে পথের ধারে
সারি সারি গাছের ডালে
ধরেছে নিমফুল।
সেখান থেকে একটু দূরে
প্রথম বাঁয়ে হাতের ডানে
পথটা হঠাৎ উঠোন হবে,
ঠিক তখুনি  বিকেল এসে
আনন্দে বলবে হেসে
আজ গোধুলীর গায়ে হলুদ।
যাবে ?
বসতে দেবে সবুজ মাঠে
খাস কবিতার ঘাস ফুলে।
আঁচল ভরা গান শোনাবে
মাদুর পাতা নদীর ধারে।
লজ্জাবতী আজ লজ্জা হারাবে
তোমার স্পর্শে।
যাবে?