উচ্চারিত শব্দের উৎস কোথায় ?
উৎসাহিত গল্প শেষে ভাবায় ।
উত্তরী বায় কে ভেসে যায় ?
(আমার মতো) ধবল মেঘের ভেলায় ।
নিরন্তর নীরবতায় স্থির প্রাকৃত
কদাচিৎ স্বাভাবিক প্রশ্নে অবারিত।
পর্দার আড়ালে কে ফুল ফোটায় ?
(তোমার মতো) কালো গোলাপ খোপায় ।
আশ্রিত প্রেম অনাস্থা সংশয়
অর্জিত জল হয় অপচয়
নিয়মিত ক্ষরনে কে ক্ষয়ে যায় ?
(আমার মতো) তোমাকে পাওয়ার আশায় ।।