দরজাটা জানালাটা পত্রিকা পেয়ালাটা
চেয়ার টেবিলটা কলমটা চশমাটা
জেগে থাকা রাতটা
সুপাঠ্য বইটার অপাঠ্য কবিতাটা
মনে পরে, মনে পরে , মনে পরে,পরে না|


ছোট গল্পের মতো মনে বাজে অবিরত
ছায়া কায়া একাকার নিভে যাওয়া বাতিটা
লিফটের শেষটা বহুতল বাড়ীটা
কেউ নেই জেগে আছে দেয়াল ঘড়িটা।
মনে পরে, মনে পরে , মনে পরে,পরে না|


তারপর গল্পটা-বিচ্ছেদী গানটা
বৈরাগী গাছটার বেওয়ারিশ পাতাটা
বেখবর লোকটা চেনা চেনা মুখটা
সড়কের শেষটা-কি যেন প্রশ্নটা ?
মনে পরে, মনে পরে , মনে পরে,পরে না|