“মৃত্যু”
সীমানা নিশানা হীন দুঃখ,যার নাম মৃত্যু,
চিরতরে হারানুর ব্যথা,হোক মিত্র-শত্রু।
জীবনের নাহি কোন সঙ্গা,মৃত্যু অবধারিত,
নিমিশে নিঃশেষ হচ্ছে তাই,কতজন অবিরত।
না ফিরানোর দেশে যাত্রা,যেন বিষাদ সিন্ধু ,
নিয়তির নির্মম পরিহাস,থাকবে না বন্ধু।
পিতা থাকতে পুত্রের মৃত্যু,দাদা থাকতে নাতি,
আঁতুর ঘরে মা মেয়ের মৃত্যু,হায়! কি দুর্গতি।
স্বামী হারা নারীর ক্রন্দন,সন্তান অসহায়,
হাতে নিয়ে ঝুলি ভিক্ষা করে,হয়ে নিরুপাই।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              
অকাল মৃত্যু কাম্য নহে, কষ্টের আলামত,
অপমৃত্যু শূন্যতা বিষন্নতা,নির্ঘাত কিয়ামত।
কাঁচের ঘরে থাকলে কেউ, রক্ষা পাবে না,
মৃত্যু দ্বার উম্মক্ত সদায়,মানেনা সান্ত্বনা।  
মৃত্যু নামক কড়াল গ্রাস,করে ছারখার,
স্বপ্নঘেরা বাসর শর্যা,ভেঙ্গে চুড়মার।
অনেক কাজ আছে বাঁকী,চাহি না মরিতে,
হঠাৎ করে শুনতে পাই,মৃত্যু ঘণ্ডা বাজিতে।