যে জানেনা তোমাকে,
সে মানেনা কিছুই।
এ জীবন কেনোই বা দিলা তুমি-
সে খুঁজেও না তার কারনটুকুও!


যে পেয়েছে তোমাকে, যার হয়েছো তুমি;
তার মতো তো আর কেউ নয়কো দামি!
তার মতো করেই তোমাকে পাবার লাগি পথে নামি-
তুমি ছাড়া কেইবা আছে এই আমার সাহায্যে কারি।


এইযে আমরা ছুটছি এক মিছে মায়ার পিছু,
যেখানে থাকার নিশ্চয়তা নাই এক মুহূর্ত।
নারি,গাড়ি,টাকা,ধন-সম্পদ, জোশ-খ্যাতির মোহে-
যেমন করে বাড়ছে দুনিয়াবি লোভ!
তেমন করেই কি বাড়ছে আমাদের আমল?
আপন রূহের কাছেই প্রশ্নটি করিও জ্ঞাপন!!