একই শহরে বসবাস
অথচ আমাদের দেখা হবেনা -
কথা হবেনা আর,
ভুল করেও তোমাকে বিরক্ত করা হবেনা,
ভালোবাসি! আমার তোমাকেই লাগবে-
সেটাও আর বলা হবেনা।
কি অদ্ভুত কথা তাইনা?


তোমাকে নিয়ে স্বপ্ন দেখা হয়,
তবে স্বপ্নেরা পূর্নতায় নয়-
অপ্রাপ্তিতেই সুখি!
সুখি? তবে সেটা সবচেয়ে বড় মেকি।
কেউ কি তার অস্তিত্বকে রেখে ভালো থাকে?
না..


হুম! মানুষকে কখনো ফিরানো যায়না,
যদি সে না ফিরে।
তুমিতো চলেই যাওনি ফিরবে কি করে?
তুমিতো ভালোই বাসোনি,
আমিই এক আকাশ সমান ভালোবাসা নিয়ে-
আশা নিয়ে হতাশ!
তোমাকে নিয়ে ভাবতেই ভালো লাগে হুটহাট।


হুট করেই আমাদের দেখা হোক!
কথা না হোক-
তোমাকে তো দেখতে পাবো।
এতে কি মন ভরবে?
জানিনা, জানিনা।


এ হৃদয়ে ঝড় আসুক,
বৃষ্টি নামুক নিমিষে।
ক্ষনিকের এই মিছে মায়া ছেড়ে,
হারিয়ে যাবো অবশেষে।