কখন বহে কোন সমীরণ
জানো কী তার কারন ?
দমকা হাওয়া তীব্র বেগে
ভেঙ্গে করে চুরমার
কেন আসে কোথা যায়
জানা নয় কী দরকার ?


উচাটন মন উড়ো উড়ো
গাছের পাতা ঝরে,
এলোমেলো দক্ষিনা বায়ু
বসন্ত আসে দ্বারে।।


সোনালী ফসলে ভরা মাঠ
তবুও গায়ে কাঁপন,
হিমালয়ের উত্তরী সমীরণ
জানায় শীতের আগমন ।।


মাঠ ঘাট চৌচির চারিধার
প্রচন্ড তপ্ত দুপুর,
গা পুড়া পশ্চিমা লু-হাওয়া
গ্রীষ্মে শুষ্ক পুকুর।।


টাপুর টুপুর ঝরে বাদল
বৃষ্টি করে খেলা
পূবালী হাওয়ায় বর্ষা আসে
নদে ভাসে ভেলা।।


ল্যাব এইড
২১।০৬।২০১৭