ওগো গীতিকার,দাওনা উপহার
মিষ্টি একটি গান,
ওগো সুরকার,দাওনা উপহার,
মধুর একটি গান॥


যে গানে থাকবে মাটির গন্ধ
যে গানে থাকবে কবিতার ছন্দ
যে গানে থাকবে নির্মল আনন্দ,
-বহমান নদীর প্রাণ॥


যে সুরে থাকবে পাখীর কাকলী
মুগ্ধ হবে শ্যামা টুনি বুলবুলি
বরষার উজানভাটির নদীগুলি,
-শুনাবে জীবনের জয়গান॥


যে গানে নয়-ই ফাগুনের থাকবে কথা
বার-ই চৈত্রের গভীর রাতের নির্মমতা
দোসরা পৌষে রেসকোর্সের বিজয়গাথাঁ,
-দেশটা শহীদ গাজীরদান ॥


১৬-১০-২০২০
ছন্দঃ স্বরবৃত্ত


ও গীতিকার, দাও উপহার, মিষ্টি কথার একটি গান
ও সুরকার, দাও উপহার, সুরের ধারার একটি গান ।।


গানের কথায় জড়িয়ে থাকে মা-মাটির সুধা গন্ধ
সুরের মায়ায় মনটা দোলায় দেয় অমীয় আনন্দ
যে গান শুনে জেগে উঠে নিপীড়িতের রক্তিম প্রাণ ।।


শোষণ থেকে মুক্ত হওয়া যুদ্ধ জয়ের অবদান
লাখো শহীদ অকাতরে করেছে যে আত্নদান ।


আট ফাগুনের লাল রাজপথে শোনানো সেই করুণ সুর
বারো চৈত্রের হানাদারের নির্মম রাতে কালো ভোর
১ লা পৌষে হায়েনা বধ মুক্ত হলো নীল আসমান।।


আত্নদানে    সতেজ প্রাণ অবসান
লাখ শহীদের আত্নদানে অকাতরে সতেজ প্রাণ অবসান
আট ফাগুনের সেই রাজপথে শোনাও অমর ঐ সুর


যে )গানের কথায় মনটা দোলায় অমীয় স্বর ছন্দ
সুরে জড়িয়ে থাকে আমার মাটির সুধা গন্ধ
মনটা দোলায় অমীয় স্বর ছন্দ  সুরে জড়িয়ে