চলোনা দুজনে হারিয়ে যায়,স্মৃতির ঐ ঝাপসা পাতায়
যেখানে পরিচয় থেকে পরিণয় সে ক্যাম্পাসের ছায়ায় ।।
প্যারিস রোডের সারি সারি সবুজ গাছ গাছালি
যেই পথে হাত রেখে হাতে শুরু যে মিতালী
শহীদ মিনারে গোলাপ বাগানে স্বপ্ন পূরণ যে ছোঁয়ায় ।।
বিকালে ক্যাফেটেরিয়ায় গরম চায়ের মধুর আড্ডায়
কখনো আবুর ক্যান্টিনে ঝাল পিয়াজু বুট ছোলায়
কত করেছি রসনা বিলাস তাও মাত্র ছয়টি টাকায় ।।
বাস স্ট্যান্ডের বট তলায় অপেক্ষার প্রহর হায়
সাদা খাতায় কবিতা লিখে বিষণ্ণ সময় কাটায়
রোদেলা দুপুরে পড়ন্ত বিকালে একটু দেখার আশায় ।।
ফেলে আসা দিনগুলিতে মনটা ফিরে যেতে চায়
মতিহারের কোনায় কোনায় শ্যামল ঘাসের গালিচায়
কোন বাঁধনে বাঁধা পড়েছি কোন অজানা মমতায় ।।
চলোনা দুজনে হারিয়ে যায় ,স্মৃতির ঐ ঝাপসা পাতায়
যেখানে পরিচয় থেকে পরিণয় সে ক্যাম্পাসের ছায়ায় ।।
২২৯ কলেজ রোড .২৮.১২.২০১৬