কাল যে ছিল পাশে আজ সে কাছে নাই
কত সহজে আপন মানুষ দূরে চলে যায়।।


অপলক চোখে চেয়ে চেয়ে দেখি তাঁর ছবি
আলো আধাঁরে ছুঁয়ে ছুঁয়ে কত কিছু ভাবি
কখনো গায়ক কখনো নায়ক কখনো উদাস কবি
কখনো সকালের সোনালী আলোতে নিজে হারায়।

ছায়ার চেয়েও কাছে থেকে মন দুরে দূরে
একি ছাদের নিচে বসবাসেও ঘুমায় কার নীড়ে
হায় ছন্নছাড়া মনটা আমার যাইরে অচিন পুরে
কার তীরে ঘুরে ফিরে ছুটে অজানা ঠিকানায়।।


নদীর স্রোত তীব্র বেগে ভাটিতে চলে যায়
তার চেয়েও মনটা আমার ছুটে তার অাশায়
গতির চেয়েও গতিময় গতির কোন শেষ নাই
মন ধরতেই ছুটে বেড়ায় তাঁর মনের আয়নায় ।।


১৭.০৭.১৯৯৯, ৬৫-নপলা আজিমপুর