মনটা আমার পড়ে আছে,বয়সা বিলের মাঠে
আমার বয়সা বিলের মাঠে,বয়সা বিলের মাঠে ।।
ঘন কুয়াশা ধান ক্ষেতে,উচু-নিচু কাদা পথে
শীত সকালে হিম হাতে,পাখী ধরার ফাঁদ সাথে
কুড়া ইডেলো ধরবো বলে,চলি এপার-ওপার ছুটে।।
দাদা ডাকতো হাত ইশারায়,নৌকা নিয়ে চল যাই
মাদার ঘাটের পদ্ম আড়ায়,যেথায় গরুর গা ধুয়ায়
লগির সাথে কোচা হাতে,যেতাম রোজ হেটে ।।
সফেদ জলে ছুটে চলে,কত মাছ দলে দলে
শান করে কোচা ফেলে,মাছের খুন মিশে জলে
আমার হাতে পদ্ম থোকা,দাদা ধরে মাছটাকে ।।
শত শত পলো হাতে,খালোই নিয়ে ছোটরা সাথে
ধরবে মাছ আজ বয়াতে,ঈদের খুশীই সবাই মাতে
ঢুলি দিয়ে ঢোল দিয়েছে শ্রীবরদী শনিবারের হাটে ।।
সবুজ সবুজ খেসারি ক্ষেতে,মুঠো মুঠো কালাই হাতে
খরের চুলায় একটু তেতে,এক চিমটি লবণ সাথে
মজা করে খেয়েছি কত,মান্নান মাষ্টারের ঘাটে ।।
পালিয়ে যেতাম চাঁদনী রাতে,বুট কালায়ের উরা খেতে  
ধান পাহারার ডেরা হতে,আসতো তেড়ে হুক্কা হাতে
না পালিয়ে কাছে গিয়ে,তাকেও দিতাম দু'চারটে ।।
বয়সা বিলের কাদা জলে স্বপ্নেরা বসতি গড়ে
ধান পাটের ফসলের ক্ষেতে জীবন উঠে বেড়ে
দেশ-বিদেশ যেথায় যাই ভুলিনা শৈশব স্মৃতিটাকে।।