উন্নয়নের জোয়ারে ভাসে
রাজপথে নৌকা রে
গাড়ী ডুবে রিক্সা ডুবে
আরো ডুবে মানুষ রে।।
খাল ভাসে নদী ভাসে
অসময়ে সব ভাসে রে
বপন করা সোনার সপন
জলের তলে ধসে রে।।
খনি ভেসে এলো পানি
ডুবলো ভাটির হাওড় রে
গরু মরে মহিষ মরে
আরো মরে মাছ রে।।
গুলিস্তান আর শাহবাগ
হাজার নয়া নহর রে
কাজীপাড়া আগারগাঁও
ঢাকা নদীর শহর রে ।।
ধান ডুবে পাট ডুবে
আরো ডুবে বাঁধ রে
সেই সাথে ডুবে যায়
চাষী বাঁচার সপন রে।।
ল্যাব এইড
ধানমন্ডি
02.08.2017