হায় বেহায়া বরষা,শাড়ী ভেজায়,সাঁঝ বেলায়,
এই অবেলায় যাবো কোথায়,লাজে ভেজা গায় ।।
এলোমেলো ভেসে এলে
এলোচুল ভিজিয়ে দিলে
সাধের বিনুনী যায় খোলে
ঢাকলে লাল কপোলে
পথিক তাকায় দৃষ্টি বিলোল,কেমনে শাড়ী শুকায় ।।
হায় বেহায়া বরষা,শাড়ী ভেজায়,সাঁঝ বেলায়,
এই অবেলায় যাবো কোথায়,লাজে ভেজা গায় ।।
বৃষ্টি তোমার সৃষ্টি ধারায়
আলতো আলতো ছোঁয়ায়
পার্লারে রাঙা সাঁজটি হারায়
ভিজিয়ে সারা গায়
নিলাজ করো কেন আমায় লাজের ছোঁয়ায় হায়।।
হায় বেহায়া বরষা,শাড়ী ভেজায়,সাঁঝ বেলায়,
এই অবেলায় যাবো কোথায়,লাজে ভেজা গায় ।।
না জানিয়ে কাছে এলে
লাজের তাজ কেড়ে নিলে
অসময়ে গা ভিজিয়ে দিলে
লুকালে মুখ আঁচলে
কত নয়নের স্বাদ মিটালে,তোমার ছোঁয়ায় ছোঁয়ায় ।।
হায় বেহায়া বরষা,শাড়ী ভেজায়,সাঁঝ বেলায়,
এই অবেলায় যাবো কোথায়,লাজে ভেজা গায় ।।


২৩।০৭।১৯৯৯_৬৫নি.প.লা, আজিমপুর