ঐ গারো পাহাড়ের ঝুরাতে মান্দি বালা নাচেরে
নুড়িঁ পাথরে ঝনাক ঝনাক মিষ্টি সুরে বাজেরে।।


দল বেঁধে নেচে চলে শুকনো পাতার ঝংকারে
সাদা জলে পা ভিজিয়ে সলাত সলাত হাসেরে
এলো চুলে জংলি ফুলে বাহারি ভাবে সাজেরে ।।


ঐ গারো পাহাড়ের ঝুরাতে মান্দি বালা নাচেরে
নুড়িঁ পাথরে ঝনাক ঝনাক মিষ্টি সুরে বাজেরে।।


একেঁবেঁকে চপলা ঝুরা ঝির ঝিরিয়ে চলেরে
সূর্যের আলো গাছের ছায়ায় ঝিলমিলিয়ে খেলেরে
এ অপরূপ ছবি দেখে মন বসেনা কোন কাজেরে।।


ঐ গারো পাহাড়ের ঝুরাতে মান্দি বালা নাচেরে
নুড়িঁ পাথরে ঝনাক ঝনাক মিষ্টি সুরে বাজেরে।।


২২৯ কলেজ রোড-বিকাল-৪.৩০ মিঃ ২৭।১২।২০১৬