আটাশ বছর আগে ছেড়েছি, প্রাণের স্কুলের পাঠ
আজো হৃদয় জুড়ে আছে, এপিপিআই এর মাঠ।
হাজারো স্মৃতি হাজারো কথা সেই মাঠের বর্ণমালা
আমায় দিয়েছে সজ্জিত বাগানের পুস্পিত বরনডালা।
শুধু স্মৃতিপটে ভেসে উঠে আমার শিক্ষাগুরুদের ছবি
মহাকালের মহাজ্ঞানী জ্ঞানের আকাশে আলোকিত রবি।
গণিতের আকরাম , বরকত, বিজ্ঞানে নুরুল ,সামসুল
বানিজ্যে অগ্রপথিক আবেদ স্যার তাতে আমি মশগোল।
বাঁশি বাজিয়ে ঢোল পিটিয়ে শরীরচর্চা খেলাধুলা কত
শ্রদ্ধাভরি স্মরণ করি সেই নামগুলি সবাই সমোজ্জল
ইংরেজির মজিদ,জহুর আলী ,বাংলায় মধুর মোফাজ্জল,
আলতাফ স্যারের ব্যবহারে সবাই এমনি আপন হতো ।
সকল বিষয়ে সর্ব জ্ঞানী ছাবেদ আলী হেডস্যার
কোন স্যারের অনুপস্থিতেই ক্লাসে নেওয়া কাজ তাঁর
তোকে আর কি পড়াবো ?তোর বাবাও ছাত্র আমার
যেকোন বিষয় হলেই হলো, হাতে তুলেন ডাস্টার।
সাদা মনের জ্ঞানের ফেরিওয়ালা,স্যাররা অতি চমৎকার
আমি এপিপিআইয়ের ছাত্র বলে,গরবে করি অহংকার।
শিক্ষাকে করেনি হাটের পণ্য,বিলিয়ে সমাজের জন্য
মানুষ গড়ার কারিগররা তাইতো ধন্য সবাই ধন্য ।
স্যারেরাই গড়ে তুলেছে আয়ুব,সেলিম, জাকির বিনয়
জং ধরা মেধাগুলো ঘষে মেজে করেছে অনন্য চিন্ময়।
আজ কোথায়,বন্ধু সবাই ,কোথায় তাদের ঠিকানা ?
কেউ দেশে কেউ প্রবাসে ,অনেকের কিছুই জানিনা।
ইস্ ক্লাসে প্রথম হতো ,সব বিষয়েই তুখোড় জ্ঞানী
সেই বিনয়কে ভুলেই গিয়েছি ,চলে গেছে অভিমানী।