ওগো রূপসী-হয়ে প্রেয়সী, দাও গো তোমার মন
ওগো ষোড়শী-হয়ে প্রেয়সী দাও গো তোমার মন ।।
তোমার রূপের স্বপ্ন ডানায়
তোমার রূপের মোহন মায়ায়
তোমার রূপের গহীন কোনায় খোঁজি আপন ধন।।
                          -দাও গো তোমার মন ।।
গভীর রাতে আকাশ ভরা-তাঁরায় তাঁরায়
ঘুম পরীরা গেয়ে যায় ,নেচে বেড়ায়
রাত জাগি তোমায় ছোঁয়ার আশায় ,কবে আসবে সেইক্ষন ।।
                               -দাও গো তোমার মন ।।


##
ওগো রূপসী প্রেয়সী/ হয়ে দাও গো তোমার/মন
ওগো ষোড়শী প্রেয়সী/হয়ে দাও গো তোমার/মন।।


তোমারী রূপে পাগল/যে মন হারায়
কুমারী নব ছোঁয়ায়/স্বপন সাজায়
আমি যে ওগো বিভোল/মোহন মায়ায়
ভালোবাসার আসন/খোঁজে পায় যে আপন/ধন।।


ফুল ফোটে অলি হাসে/মধুর আশায়
সারা বেলা থেকো পাশে/বধুর মায়ায়
পরীরা যে সাজে আসে/সিঁদুর সাজায়
আজীবন মিলেমিশে/ওগো রেখো কাছে সারা/ক্ষণ।।
###


((সেই ভাবে থেকে পাশে/ বাসর সাজায়
ঘুম পরী সেজে আসে/ যে সাজে ধরায়
বাগানে যে ফুল হাসে /সুবাস বিলায়
সেই দিন ফিরে আসে/খুশিতে হাসায়
আমি চাই থেকে পাশে/বাসর সাজায়
বিধুঁর তাড়ায়
ঘুম পরী গেয়ে যায়/সুরে যে ধারায়
সাগরের ঢেউ নেচে/  যে হাওয়ায়
তুমিও তো গান শোনাতে
সারা রাত জেগে থাকি
আশায় ,কবে            আসবে সে/ক্ষন ।।
                   -দাও গো তোমার মন
গভীর রাতে আকাশ/ভরে যে তাঁরায়
ঘুম পরী গেয়ে যায়/সুরে যে ধারায়
তুমি তো সেই ছায়ায়/
সারা রাত জেগে থাকি
নেচে বেড়ায়


রাত জাগি তোমায় ছোঁয়ার আশায় ,কবে আসবে সেইক্ষন ।।
                          -দাও গো তোমার মন ।।
তোমার রূপে গহীন কোনায় খোঁজি আপন ধন।।
                          -দাও গো তোমার মন ।।))