কষ্টে বেচি কষ্টে কিনি কষ্টেই আমার বসোবাস
জন্ম থেকেই সঙ্গী আমার হৃদয়ে গভীর দীর্ঘশ্বাস ।।


পাইনি আজো স্বপ্ন ছোঁয়া কোন ভালোবাসা
নভোচরে মেঘের আড়ালে লুকিয়ে রয় আশা
আমি তাকালে সবই জ্বলে দিগদিগন্তে সর্বনাশ ।।
জন্ম থেকেই সঙ্গী আমার হৃদয়ে গভীর দীর্ঘশ্বাস ।


পারাপারের যাত্রী নিয়ে ভাসাইনি কোন তরী
তীরে ভিড়ার আগেই যদি ডুবে  সাগরে মরি ।


জোছনা রাতে চাঁদের দিকে দেখিনি চোখ মেলে
মেঘের ভেলা হঠাৎ এসে যদি ঢেকে ফেলে
আমায় পেলেই আসবে আধাঁর আমার মনের পূর্বাভাস ।।
জন্ম থেকেই সঙ্গী আমার হৃদয়ে গভীর দীর্ঘশ্বাস ।
ছন্দঃ স্বরবৃত্ত-৪+৪+৪+২/৩
২০-১১-২০২০


কষ্টে বেচি কষ্টেই কিনি কষ্টেই বসবাস
জন্ম থেকেই সঙ্গী আমার শুধুই দীর্ঘশ্বাস ।।


পাইনি আমি স্বপ্ন ছোঁয়া ভালোবাসা
দেখিনি আমি বৃষ্টি শেষে সূর্য্য হাসা
আমি তাকাই সব জ্বলে যায় শুধুই সর্বনাশ।।


কষ্টে বেচি কষ্টেই কিনি কষ্টেই বসবাস
জন্ম থেকেই সঙ্গী আমার শুধুই দীর্ঘশ্বাস ।।


আকাশ পানে তাকায়নি আঁধার হবে ভেবে
সাগরে ভাসিনি আমি পানি শুকিয়ে যাবে
আমি তাই জাগি নাই চাইনি দিবানাশ ।।


কষ্টে বেচি কষ্টেই কিনি কষ্টেই বসবাস
জন্ম থেকেই সঙ্গী আমার শুধুই দীর্ঘশ্বাস ।।


০৬-০৬-২০১৫