রমজান শেষে ঈদ আসে আনন্দে ভাসে ধরণী
ঈদের সকালে দাও বিলায়ে পিঠা পায়েশ ফিরনী ।।
হিংসা ভুলে প্রাণ খুলে
কোলাকুলিতে বুড়ো ছেলে
ঈদ করি সবাই মিলে যাত্রী এক তরণী ।।
ঈদের সকালে দাও বিলায়ে পিঠা পায়েশ ফিরনী
আমীর ফকীর রাজা প্রজা পাশা পাশি তুলে দুহাত
ব্যকুল করা আকুল মোনাজাত, কর সকলে নাজাত
খুসবো আতর নতুন জামায়
হাসি খুশী আনন্দ ধারায়
স্বপন আমার সুবাস ছড়ায়,আলোয় ভরা ধরণী ।।
ঈদের সকালে দাও বিলায়ে পিঠা পায়েশ ফিরনী