সবুজ গাঁয়ে অবুঝ মেয়ে চলে গেয়ে গেয়ে
তার গানে মুগ্ধ হয়ে অবাক চেয়ে চেয়ে।।
অঙ্গে পড়েছে আজ পাতা রঙের তাঁতের শাড়ী
গলায় বকুল আর বন ফুলের নোলক পড়ি
চলে যেন নৃত্য করি গাঁয়ের চপল মেয়ে ।।
সবুজ গাঁয়ে অবুঝ মেয়ে চলে গেয়ে গেয়ে
তার গানে মুগ্ধ হয়ে অবাক চেয়ে চেয়ে।।
তাঁর হেঁটে চলার পথের ধারে কচি দূর্বাঘাসে
আর কতকাল তাঁর অপেক্ষায় বসে বসে
অবশেষে এই হৃদয় হাসে যখন আসে নেয়ে ।।
সবুজ গাঁয়ে অবুঝ মেয়ে চলে গেয়ে গেয়ে
তার গানে মুগ্ধ হয়ে অবাক চেয়ে চেয়ে।।