মিথ্যা এই রঙের মঞ্চ
আল-আমিন রানা
*========*


রঙের দুনিয়ায় ঘুরছ তুমি রঙিন চশমা পড়িয়া,
একবারও কি দেখেছো ভাবিয়া-
তোমা থেকে যাচ্ছো তুমি ক্রমান্বয়ে দূরে সারিয়া।
মৃত্যু যেদিন আসবে সেদিন সবি হবে শেষ!
সময় থাকতে সাবধান হও ঢেকে রাখো কেশ।
ইবলিশ এর ধোঁকায় আজ তব মনে যে রেশ;
ঘুমের ঘরে দেখছ যে মিথ্যা স্বপ্নটা -
ঘুম ভাঙলেই স্বপ্নের বিরতি -খেলা হবে শেষ।
ক্ষনিকের সুখের তরে আজ মেতে রঙের দুনিয়ায়,
পরকালে কি জবাব দিবে তুমি যদি থাকো অসহায়?
এ ধরায় কিছু হলে দৌড়ে যাও মায়ের কোলে-
ভুল পথে যদি হয় মৃত্যু, উপারে কে নিবে তুলে?