উল্টে দ্যাখো ,পাল্টে গেছি আমি,
রাখিনি আর একটুকরোও দোষ ৷
চলছি এখন তোমার ফর্মুলাতে,
বুদ্ধিমতী!এবার তুমি খোশ্?
তোমার শখেই চুলের নতুন বাহার,
কথার ফাঁকে দিচ্ছি গুঁজে স্মাইল৷
ছেঁড়া জিনস্ এ শরীরটুকু ঢেকে,
মর্ডান যুগের ধরেছি স্টাইল!
প্যান্টের ভাঁজ দিলেম তাই ছেড়ে,
জামার  যত বোতাম দিলাম খুলে৷
গলায় একটা আস্ত রুমাল বেঁধে,
এখন আমি কল্কি যুগের ছেলে!
চুলের কালো প্রলেপটুকু মুছে,
নতুন রঙে সাজিয়ে নিলাম বেশ্৷
বাইক চেপে দিলাম জোরে গিয়ার ,
পৌছে যাবো আমি আমার দেশ৷
যেথায় শুধু তুমি-আমি দুজন্ ,
অন্য বলে শব্দটি না রয় ৷
প্রাচীনপন্থীর এহেন মিউটেশনে!
আমার হার, তোমার হলো জয়৷