বিষন্নতা আমাকে প্রতিনিয়ত গ্রাস করে
মনের ফ্রেমে বাধা স্বর্প্ন গুলো ভেঙে চুরমার হয়ে-
অজানায়,অবেলায় অভিমানী অশ্রু ঝরে -
বুকের শুভ্র জায়গায় আঘাত হানে -
নিসঠুর ভূমিকম্প।
আমি গতিহীন।
আমি চুর্ন-বিচুর্ন হয়ে বাচাঁর চেয়ে- মৃত্য কামনা করি।
আমার আজন্ম পাপ মুচে পেলার ক্ষমতা-
একান্ত আমার।
কখনও যদি হারিয়ে যাওয়া পথে তোমার পদ চরণ হয়-
বুঝতে পারবে,আমার পদ চরণ থেকে শুরু করে আমি কত নিস্পাপ- কত নিরহ।
আমি পৃথিবীকে জানিয়ে দিতে ছাই-
আমি অভাক করার মত কিছু রেখে যেতে ছাই-
যা আমার মানব দেহের সাথে যুক্ত।
রক্তের কোষ গুলো আজ -কাল আর কাজ করেনা-
কেমন যেন একঘেয়ামী হয়ে গেছে-
আমার শরীলের প্রতিটি অংশ আজকাল -
আমার সাথে মোনাফেকী করে।
কারারুদ্ধ করে রেখেছে আমার প্রতিটি নিঃশ্বাস।
তবুও,আমি মানুষ-
আমার আছে অধিকার-
লড়াই নই-
যুদ্ব হবে যুদ্ধ -
বুকের ভেতর সংগ্রামী মিছিল-
চোখের কুনায় কিছু অভিমানী অশ্রু --
এর চেয়ে বেশি কিছু নই।


লেখক: জোছনা মাহমুদ
(আবৃত্তির লিংক পোস্ট করার জন্য তার কবিতাটি পোস্ট করলাম )