** মা,, যদি বয়সের তুলনা কেন্দ্রিকে নয়
নিয়মের কারনে মৃত্যুর ঠিকানাতে চলে যাই।
ভেবে নিও না মা দুরেই চলে গেছি,
অমি থাকবো মা তোমার খুব কাছাকাছি
শিহরণ অস্তিত্বে মিশে।
** মা,,, খুব বেশি যদি মনে পড়ে অামায়
রাতের অকাশে দেখো পূর্ণিমার চাঁদ
অামার হাঁসি দেখবে তাতে
সাথে একটু তুমিও হেসো।
অামায় না হয় খুশী করার জন্যে।
** মা,, অামার স্মৃতিতে যদি বাকহীন হয়ে যাও,
রেখে যাওয়া কবিতার বই হতে অামার প্রিয় কবিতা অাবৃত্তি করো
অামি থাকবো কবিতার ভিতরে শুনতে তোমার সেই চেনা সুর।
** মা দৃষ্টিপটে যদি দেখো অামার পড়ার টেবিলে
শান্ত হয়ে অাছে ডাইরির পাতাগুলো,,
চঞ্চলতায় তুমি জ্বালিও প্রদীপ তাতে
অামি অদৃশ্যেই লিখবো কবিতা
স্বরলিপি করে রেখো তোমার অাঁখি ভুবনে।
** মা,, শিমুল ফুল অামার প্রিয় জানো
যদিওবা নেই তাতে কোনো সুভাস,
অাজোও যদি রাঙা শিমুল ফোটে
অামার হয়ে দিও ছোঁয়া সে ফুলের গায়ে
পূর্ণতা পাবো অামি।
** মা অামার প্রিয় মজার খাবার রাঁধবে যেদিন,,
অামি নেই ভেবে যদি অশ্রু জড়াও
বুঝে নিও খুব ক্ষুধাই ডাকছি তোমায়
অামার শূন্য প্লেটে কিছু খাবার দিতে।
** মা,, সন্ধ্যা মালতীতে শুনিও সে গান
যে গানে অামি মগ্ন ছিলাম অাজোও
প্রতিদিন শুনিও সে গান অামি অাছি অপেক্ষায়।
** মা দুরে থেকেও শেষ মততার বাধন ভাঙে না
যদিউ নেই দেহ তাতে মায়ার অাত্মা মরেনা।
পবিত্র ভালোবাসার কোনো দিন মৃত্যু হয়না।


লেখকঃ নুসরাত বিনতে সালমা