জনশূন্য এই শহরে একাকী হেঁটে চলেছো
দূর দিগন্তে কেউ যেন কেঁদে উঠে
করুণ কান্না তোমাকেই ডাকে।


একটু সান্তনা দাও তাকে
তেমন কিছুই চায় না সে
শুধু তোমার দেখা চায়।


বহুদিন প্রতিক্ষায়
ফিরে যাও, ফিরে যাও তার কাছে
সন্ধ্যের নিয়ন আলোয় একাকী।


চলছো জনশুণ্য এই রাজপথে
পিছনে ফিরবার অবকাশ নেই আজ
শুরু যখন করেছো পথচলা গন্তব্যে পৌঁছাতে হবে।


নতুবা হেরে যাবে নিজের কাছে
পিছনে ফিরবার পথ রুদ্ধ; ফিরে যাও
কাঙ্ক্ষিত ঠিকানায় ফিরে যাও।