আমি যাচ্ছি চলে
পথ যাওয়া ঐ স্রোতের সাথে
নতুন করে জন্ম হয়ে
আসব আবার পুষ্প বেসে


তোমরা আমায় ভাবছ পাগল?
দুখী মনে বকছ আবোল
সত্যি বলছি পারছিনা আর
পাপের বোঝা চলতে নিয়ে
বুকের মাঝে ভীষন ব্যথা
খোদার কাছে বলব কি যে


পাপের নদী কালো ধারা
ঠেলছে আমায় নিয়ে পরপর
অনুকূলে যেয়ে বাড়াচ্ছে হাত
ডাকছে আমায় খানিক পর


হায়রে আমি হারিয়ে গেছি
কালো ধারার কুয়ার মাঝে
ডাকিস না আর আমায় তোরা
নতুন করে জন্ম হয়ে
আসব আবার ফুলের বেসে