আগে শুনেছি মোবাইল ফোন নষ্ট করতো
শিশু বাচ্চারা
এখন দেখছি বাচ্চাদেরকে নষ্ট করছে
মোবাইল ফোনেরা।


আগে শুনেছি প্রতি মিনিট দশ টাকায়
অল্প কথা কয়...
এখন দেখছি কথা বলে ভিডিও কলে
এমবি ভরে লয়।


আগে শুনেছি দাদী মায়ের গল্প শুনে
খাবার খাইতো বাচ্চারা
এখন দেখছি মোবাইল ফোন না নিয়ে
খাবার খায়না সন্তানেরা।


আগে শুনেছি বই দাগিয়ে শিক্ষকগণ
বাড়ির কাজ দিতো
এখন মোবাইল ফোনে এসাইনমেন্ট না নিলে
অনেক ভালো হতো।


শিশু-কিশোর ছাত্র-ছাত্রীর মোবাইল ফোন
না থাকিলে হাতে
তাদের আদব কায়দা শিক্ষা দীক্ষার
ভাগ্য খুলতো তাতে।


লেখার তারিখ : ০২-০২-২০২৪
স্হান : ময়মনসিংহ।