বর্ষাকালে রূপ ফিরে পায়
সৌন্দর্য্য হয় নদী
খাল বিল ভরে যায়
বৃষ্টি আসে যদি।


জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে
বর্ষা শুরু দেশে
নতুন রুপে নতুন সাজে
ঋতুর রানীর বেশে।


কিশোরগঞ্জ ও নেত্রকোনায়
শুভ বিবাহের সিজন
বর্ষাকালে করে তারা
বিয়ের আয়োজন।


নদী নালা খাল বিল
ভরা যৌবন পায়
বর যাত্রীরা নৌকায় চড়ে
আনন্দে গান গায়।


কদম ফুল ও কৃষ্ণ-চূড়া
ফুটিয়ে তুলে গাছ
নয়া পানিতে উজিয়ে ওঠে
হরেক রকম মাছ।


মাছে ভাতে বাঙালি
বর্ষাকালে বুঝি
দেশি মাছের স্বাদ পেয়ে
সারা বছর খুঁজি।