চোখের ছাঁদ থেকে নাম ঠিকানা পরে যাচ্ছে
বৃষ্টির অতলে বালুচর হাহাকার গন্ধ ছুটছে-
এখন আমি শূন্যেই ভাসছি বহুদূর
চাঁদ তারা জোছনাময় আমার বন্ধু!
ঐ সবুজের আইল পাথার আমাকে চিনে না
বিস্মৃতি ধুলোর বাঁকে সোনালি স্বাদ
প্রতি সেকেন্ডে এখন উপভোগ করি;
ঐসব নাম ঠিকানার গন্ধ মুখর প্রণয় সারি-
তুমি নিয়মের মধ্যেই সিঁড়ি বেয়ে চলছো
আর আমি যত অনিয়মে ভূত পূত।


০৬ ভাদ্র ১৪৩০, ২১ আগস্ট ২৩