শনি, মঙ্গল দুই হাটই গেলো
বাড়ির সামনে আর নৌকা বাঁধে না
জল শুকনো বালুচর প্রায়;
কয়েরবিলের কথা খুব মনে পরছে
কচুরিপানার ফুল, শাপলা তুলা
জলে সাঁতার কাটা- আর কত কি?
রবি, সমও গেলো বদমদাড়ি,বউছি
খেলার মাঠ বিবর্তন, চিনাই যায় না
বুধ বৃহঃ গেলো ধুলিবালি খেলাধূলার ঘাট
শুক্রবারও গেলো টিভিতে সিনেমা
চঞ্চল ক্ষণ, অম্লান করে স্মৃতির পটে
এভাবে চলে গেলো ফিরে না আর-
সকাল, বিকাল, সন্ধ্যা- সেই সাতটি বার!


২৮ আশ্বিন ১৪২৯, ১৩ অক্টোবর ’২২